Pages

Wednesday, July 2, 2014

আমদের লক্ষ্য


বিসমিল্লাহির রাহমানির রাহীম
আমাদের লক্ষ্যঃ
আমাদের সাধ্যানিযায়ী সমাজের নির্যাতীত, নিপীড়িত, এতিম, বিধবা, অক্ষম, প্রতিবন্ধী দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদেঁরকে কর্মক্ষম, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য
উদ্দেশ্যঃ
. সাধ্যানুযায়ী গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা নিশ্চি করা
. মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান
. দরিদ্র ছেলে-মেয়েদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা
. গরীব মানুষদের বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ
. যুব সমাজকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করা
. সমাজে শিক্ষিতে হার বৃদ্ধির জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষার ব্যবস্থা করা
. দুঃস্থ অক্ষম পরিবারকে সহায়তা প্রদান
. এতিমখানা, মসজিদ, মাদ্রাসা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সাধ্যনুয়ায়ী সহায়তা প্রদান
. ঈদে দুঃস্থ মুসলীম পুরুষ মহিলাদের মাঝে সাধ্যনুযায়ী নূতুন কাপড়, সেমাই, চিনি ইত্যাদি বিতরণ
১০. জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে সকল দুঃস্থ অভাবী লোকদের আর্থিকসহ বিভিন্ন প্রকার সহায়তা প্রদান
১১. গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সদস্যদের নিয়মকানুনঃ
. প্রত্যেক সদস্যকে ইসলামের সহীহ আক্বীদা বিশ্বাসী হতে হবে
. প্রত্যেক সদস্যদের প্রতিদিন কমপক্ষে ৫টি কুরআনের আয়াত বাংলা অর্থসহ পড়তে হবে
. কোন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকা যাবে না
. দেশদ্রোহী কোন কর্মকান্ড করা যাবে না
. স্বদেশের প্রতি পূর্ণ ভালবাসা শ্রদ্ধা থাকতে হবে
. সবসময় গরীব দুঃখী মানুষের পাঁশে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুক রাখতে হবে
. কাহারোও সাথে মনোমালিন্য বা তর্কে লিপ্ত হওয়া এবং গীবত করা থেকে বিরত থাকতে হবে


ক্ষমতায়ন নীতিমালা:
. ফাউন্ডেশনের সকল সদস্যদের পরামর্শক্রমে চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান এবং এডভাইজাগণ ফাউন্ডেশনের উন্নয়নের জন্য যেকোন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন
. চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যানের এবং এডভাজারগণের অজান্তে বা অনুমতি ব্যতিরেকে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না
. চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং এডভাইজারগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে
. ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির যদি কোন দোষ প্রমানীত হয় বা দুর্নীতির দায়ে দোষী হয়, তাহলে সকলের পরামর্শক্রমে চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান-এর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে এবং উনারা যেকোন ব্যবস্থা গ্রহন করতে পারবেন
তবে শর্ত থাকে যে, কিছু কিছু ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিবন্ধকতায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পর্ষদের প্রেসিডেন্ট নিজে এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেনযথাঃ
) তাৎক্ষনিকে সহায়তা প্রদানের লক্ষ্যে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত তার সিদ্ধান্ত কার্যকর হবে
) ছোট খাট তাৎক্ষনিক বিষয়সমূহের ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে

সহায়তা প্রাপ্তির যোগ্যতাসমুহঃ
v  যেসব লোকদের দৈনিক আয় সর্বোচ্চ ১৫০ টাকা বা তার কম
v  গরীব মেধাবি ছাত্র-ছাত্রী
v  এতিম, যাদের ভরণ-পোষনের ব্যবস্থা নেই
v  বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা, যাদের কোন আয় নেই
v  দুঃস্থ গরীব মানুষ, যাদের চিকিৎসার সামর্থ্য নেই
v  অক্ষম বা অচল ব্যক্তি (যেমনঃ অন্ধ, প্রতিবন্দী ইত্যাদি)

No comments:

Post a Comment