Pages

Wednesday, July 2, 2014

মুনাফিক চিনার উপায়


 কুরআন সুন্নাহে মুনাফিকের কিছু গুনাগুন আলোচনা করে হয়েছে, যা মুনাফিক চিনার উপায় হিসাবে নির্ধারন করে হয় নিম্নে কয়েকটি উল্লেখ করা হলঃ
. বেশী মিথ্যা শপথ করে (সূরা- মুনাফিকুনঃ )
. ওয়াদা ভঙ্গ করে, বিশাসঘাতকতা করে (সূরা- তাওবাঃ ৫৭)
. আমানতের খেয়ানত করে। (বুখারী শরীফ- হাঃ ৩৩,৩৪)
. প্রচন্ড ঝগড়াটে অশ্লীল গালিগালাজ করে (সূরা- বাকারাঃ ২০৪, বুখারী শরীফ- হাঃ ৩৪)
. মুমিনদের সাথে সম্পর্ক বিনষ্ট করতে চায় (সূরা- তাওবাঃ ৪৭)
. মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। (সূরা- তাওবাঃ ৭৯)
. সত্যপন্থীদের বেশী বেশী ভুল ধরে তাদের সাথে রাগান্তিত হয় (সূরা- তাওবাঃ ৫৮)
. অন্যকে পথ ভ্রষ্ট করতে চায় (সূরা- বাকারাঃ ২০৫)
. অসৎ কাজে উৎসাহিত করে সৎ কাজে নিরুৎসাহিত করে। (সূরা-তাওবাঃ ৬৭)
১০. ধন-সম্পদ বা কোন সুবিধা না দিলেই নাখোশ হয় (সূরা- তাওবাঃ ৫৮)
১১. দাঈদেরকে বিপদে ফালার প্রতিক্ষায় থাকে (সূরা-নিসাঃ ৪৭)
১২. মুসলমানের গোপন তথ্য ফাঁস করে দেয় (সূরা-নিসাঃ ৮৩)
১৩. কঠোর সময়ে দাঈদের সাথে সম্পর্ক ছিন্ন করে। (সূরা-হাজ্জঃ ১১)
১৪. লোক দেখানো কাজে আগ্রহ বেশী (সূরা-নিসাঃ ১৪২)
১৫. ইবাদত আদায়ে অলসতা দেখায় (সূরা-নিসাঃ ১৪২)
১৬. ধোঁকা দেয় প্রতারণা করে। (সূরা-নিসাঃ ১৪২)
১৭. কাজ ছাড়াই প্রশংসা চায়। (সূরা-আল-ইমরানঃ ১৮৮)
১৮. ভাল-মন্দ নির্বাচনে কিংকর্তব্য বিমুখ (সূরা-নিসাঃ ১৪৩)
১৯. নসীহত শুনে না। পাপ কাজ করে গর্ববোধ করে(সূরা-বাকারাঃ২০৬)
২০. মিথ্যা গুজব ছড়ায় (সূরা-নিসাঃ ৮৩, নূরঃ ১৯০)
২১. কথা কাজে মিল নেই (সূরা-ফাতাহঃ ১১)
২২. মিষ্টি কথা বলে বেশী বেশী ওযর পেশ করে (সূরা-বাকারাঃ ২০৪)
২৩. তাগুত শক্তিকে ক্ষমতায় বসাতে চায়। আর ইসলামী হুকুমতের বিরোধিতা করে। (সূরা-নিসাঃ ৬০-৬১, ১৪৩)
২৪. দ্রত পাপে লিপ্ত হয়, শত্রুতা ছড়ায় এবং ঘুষ খায় (সূরা-মায়িদাঃ ৬২)
২৫. নামাজ রোযাসহ দ্বীনের মূল বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে (সূরা-মায়িদাঃ ৫৮)
২৬. বিপদ চলে গেলে বড় গলায় কথা বলে এবং লভ্যাংশ চায় (সূরা-আহযাবঃ ১৯)
২৭. ইসলামের শত্রুদের নিকট থেকে ইজ্জত সম্মান কামনা করে, এমনকি মুসলমানদের  বিরুদ্ধে যেয়ে হলেও। (সূরা-নিসাঃ ১৩৯)
২৮. আল্লাহর রাস্তায় ব্যয় করাকে বেহুদা মনে করে (সূরা- তাওবাঃ )
২৯. জিহাদ পরিত্যাগ করতে বলে (সূরা- তাওবাঃ ৮১)
৩০. জিহাদের ময়দান থেকে পলায়ন করে (আহযাবঃ ১৩)
৩১. কাফিরদের সাথে বন্ধুত্ব রক্ষা করে চলে (সূরা-নিসাঃ ১৩৭)

No comments:

Post a Comment